বিজ্ঞপ্তি
এতদ্বারা শেরপুর সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর বিজ্ঞান,মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের অবগতির জন্য জানান যাচ্ছে যে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) শেরপুর সরকারি কলেজ প্লাটুনে ক্যাটেড ভর্তি করা হবে। আগামী ০৭/১১/২০২০খ্রিঃ তারিখ হতে ১০/১১/২২০খ্রিঃ তারিখের মধ্যে প্লাটুনে যোগাযোগ করার জন্য আহব্বান করা হল।
যোগ্যতা :
১। শারীরিক ভাবে সুস্থ্য। ২। উচ্চতা : নূন্যতম ৫’-৬” হতে হবে।
আহব্বানে
পিইউও
মোঃ আশরাফুল আলম
প্রভাষক,হিসাববিজ্ঞান বিভাগ
প্রয়োজনে : ক্যাডেট-সিয়াম 01794-804421 মোবাইল : 01712-243658