১৯৮০ সালে শেরপুর কলেজের বানিজ্য বিভাগের ছাত্র হিসাবে একাদশ শ্রেণীতে ভর্তি হই । সবে মাত্র স্কুল পেরিয়ে কলেজে এসেছি পরিবেশ সম্পূর্ণ আলাদা । মিছিল হচ্ছে, বক্তৃতা হচ্ছে, ছাত্র/ছাত্রীদের দাবির কথার পাশাপাশি সমাজ ও দেশের কথাও বক্তৃতায় হচ্ছে । মন পুলকিত হলো, ভাবলাম আমি ও বক্তৃতা দেবো । কলেজের পাশাপাশি দেশ ও দশের ভালো করবো । প্রান প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগে সক্রিয় হলাম ছাত্র সংসদে নির্বাচন করে জি এস হলাম । সেই যে নেতৃত্ব দেবার নেশা চেপে বসলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম এক সময় পাশ ও করলাম ঐ যে বললাম নেতৃত্ব দেবার টানে অন্য কোন চাকুরিতে না গিয়ে আমার প্রিয় প্রতিষ্ঠান শেরপুর কলেজে ১৯৯৩ সালে নিজের পঠিত বিষয় ব্যবস্থাপনার প্রভাষক হিসেবে যোগদান করলাম । কিন্তু একটা জিনিস পীড়া দিতে লাগলো নেতৃত্ব দিতে পারলে প্রান প্রিয় এই প্রতিস্থানটিকে মনের মত করে গড়ে তুলবো । কিছুটা সুযোগ এসে গেলো প্রতিযোগিতা করে উপাধ্যাক্ষ হিসেবে যোগদান করলাম । পরবর্তীতে পূর্ণ নেতৃত্বের পদ অর্থাৎ অধ্যক্ষ হেসেবে আবার প্রতিযোগিতার মাধ্যমে বিগত ২৮/০৭/২০১৬ তারিখে যোগদান করলাম । ভাবতেই মন পুলকিত ও কৃতজ্ঞতায় ভরে উঠে যে কলেজে একদা পড়ালেখা করেছি বর্তমানে সেই কলেজের সর্বোচ্চ পদে আসিন আছি । এই পরম পাওয়ার প্রতিদান হিসেবে জীর্ণ কলেজটি কাঠামোগত ও গুনগত পরিবর্তন আনার আপ্রান চেষ্টা করে যাচ্ছি । বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও মাননীয় জাতীয় সংসদ সদস্য ও অত্র কলেজের পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি সরকারী করণ হতে চলেছে । এ যে সর্বোচ্চ পাওয়া । পরিশেষে সবার কাছে দোয়া চাচ্ছি সর্বোচ্চ পাওয়ার প্রতিদান হিসেবে আমি যেন আমার প্রান প্রিয় প্রতিষ্ঠানকে একটি আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে পারি এবং অত্র এলাকার ছাত্র/ছাত্রীরা যেন এখান থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার সাথে সাথে সুশিক্ষায় শিক্ষিত হয়ে শুধু দেশে নয় সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পরতে পারে ।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী

Director’s Message
No posts yet.
Important Links
Facebook Page
অনলাইন ক্লাস লিংক
A Year of Running
Principal’s Messege
-
১৯৮০ সালে শেরপুর কলেজের বানিজ্য বিভাগের ছাত্র হিসাবে একাদশ শ্রেণীতে ভর্তি হই । সবে মাত্র স্কুল পেরিয়ে কলেজে এসেছি পরিবেশ… বিস্তারিত…
Notice
- ২০২২ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার সময় সূচি।
- ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর বার্ষিক পরীক্ষার সময় সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি।
- ২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার সময়সূচি
- ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা-২০২১ ফরম পূরণ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি
- ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ডিগ্রী ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি
আজকের দিন-তারিখ
- রবিবার (রাত ৮:৩১)
- ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
- ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
- ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
Visitor Counter








Your IP Address : 207.46.13.130